নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে যুবলীগের এক গ্রুপের প্রচার মিছিলের প্রস্তুতির সময় অন্য গ্রুপের নেতা হামলা চালিয়েছে। সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ডে শিরোইল কলোনি এলাকায় এ ঘটে। এ সময় আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। এ ঘটনায় তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ওয়ার্ড যুবলীগের আহবায়ক রেজওয়ান সিদ্দিক, সুমন ও লাইজু। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে নির্বাচন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা রেজওয়ান, সুমন ও লাইজুসহ অনেক
নেতাকর্মী নৌকার পক্ষে প্রচার মিছিল বের করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় অপর যুবলীগ নেতা আশরাফ বাবুর নেতৃত্বে একটি দল তাদের উপর হামলা চালায়। হামলা চালিয়ে তারা রেজওয়ান, লাইজু ও সুমনসহ অনেকে আহত হয়। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া
যায়নি।নগর যুবলীগের দপ্তর সম্পাদক ইতু হাসান বলেন, ১৯ নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে নৌকার পক্ষে প্রচার মিছিলের জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় আশরাফ বাবুর নেতৃত্বে কয়েকজন তাদের উপর হামলা করে। তারা যুবলীগ নেতা রেজওয়ানকে রড দিয়ে সারা শরীরে আঘাত করে। সুমনকে চাকু দিয়ে স্টেপ করে ও লাইজুর আঙ্গুলের মাথা কেটে পড়ে যায়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তিনি বলেন, আশরাফ বাবু যে হামলা চালিয়েছে সেটা ব্যক্তিগত । দলীয় হামলা নয়।
খবর ২৪ ঘণ্টা/এমআর