নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার আইল্যান্ডে উঠে যায়। এতে বাসের কোন যাত্রী আহত হয়নি। তবে সড়কের আইল্যান্ডটি ভেঙ্গে গেছে এবং বাসের সামনের ও পেছনের অংশ ভেঙ্গে গেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস রেলগেট থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে বাসটি সিটি বাইপাস ঘোড়া চত্বর রাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে যায়। এ সময় বাসের ৩ নারী ও অন্য এক যাত্রী, বাসের
কন্টাকটার-হেলপার এবং চালক ছিলেন। বড় কোন ধরণের দুর্ঘটনা ঘটেনি। বাসটি আইল্যান্ডে মেরেই থেমে যায়। এতে সড়কের আইল্যান্ড ও বাসের সামনের এবং পেছনের অংশ ভেঙ্গে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে রাজপাড়া থানা পুলিশের একটি দল যায়। পরে সিটি কর্পোরেশনেরও লোকজন যায়। পরে বাসটি রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। বাসটি বর্তমানে থানায় রয়েছে। ঘটনাস্থলে থাকা রাজপাড়া থানার এসআই রাজিউর রহমান বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে লাগলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে বাসটি থানায় নিয়ে যাওয়া হয়।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।