নিজস্ব প্রতিবেদক: নিখোজের এক দিনপর রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৩ বছরের শিশু তামিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া এলাকার নিজ বাড়ির সামনে তার মরদেহ পাওয়া যায়। তামিম উজানপাড়া এলাকার রাসেল এর ছেলে। পুলিশের ধারণা, অপহরণের পর তামিমকে হত্যা করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্ক তদন্ত আলতাফ হোসেন, বৃহস্পতিবার সকাল থেকে নিখোজ হয় তামিম। তার সন্ধান পেতে এলাকায় মাইকিংও করা হয়। শুক্রবার ভোরে তামিমের ফুফু রুবিনা বাড়ির সামনের মাচানের ওপরে জালে প্যাচানো অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। তামিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অপহরনের পর মাথায় আঘাত করে তামিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
খবর২৪ঘণ্টা/এমকে