নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নিখোঁজ হওয়ার ৭ দিন পর ডোবা থেকে ইয়াদুল (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ ইয়াদুল গত ৭ দিন আগে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি ও ফিরেও আসেনি। বুধবার
ডোবায় একব্যক্তির লাশ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন বলেন, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। তবে এটি হত্যা না দুর্ঘটনা তা এখনই বলা যাচ্ছেনা।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।