নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের নারী কর্মী ও এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, নারী জামায়াত কর্মী রাশেদা বেগম (৫০) ও শিবির
নেতা সাকিব হোসেন (২২)। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহাকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নগরীর মতিহার থানা পুরিশ জামায়াতের নারী কর্মী ও এক শিবির নেতাকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে