নিজস্ব প্রতিবেদক :
নবনিযুক্ত ফায়ারম্যানদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পাসিং আউট প্যারেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এ প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপাঃ ও মেইনঃ) মেজর এ কে এম শাকিল নেওয়াজ। আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর
দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আব্দুল হামিদ, পাবনা ফায়ার স্টেশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, নাটোর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান, বগুড়া ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিযাম উদ্দিন , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম, ওয়ার হাউজ ইন্সপেক্টর আব্দুর রউফ, আবু সামা, মো: ফারুক, সোহেল রানাসহ কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেড শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর