নিজস্ব প্রতিবেদক: নব দিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ জন হত-দরিদ্রের মাঝে ৫ কেজি করে চাল ও হাফ কেজি ডাল বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়। এ সময় নব-দিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল বিতরণ করেন। যে সমস্ত এলাকার হত দরিদ্রের মাঝে চাল ও ডাল দেয়া হয় সেগুলো হলো হরিয়ান ২,৩,৬ নং ওয়ার্ড পবা ও পারিলা ৯ নং ওয়ার্ড ও সিটি ২৬ নং ওয়ার্ড।
আরো উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা প্রভাষক জামাল উদ্দিন, সমন্বয়কারী জাকির হোসেন, মেহেরচন্ডী এলাকার সভাপতি আফরোজা খাতুন সন্ধ্যা প্রমুখ। উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রভাবে যে সমস্ত হতদরিদ্ররা কাজ না পেয়ে খাবার সংকটে পড়েছেন তাদের মাঝে এই চাল বিতরণ করা হয় ।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।