নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতিকের ব্যানার ও ফেস্টুন কেটে ফেলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার বিএনপির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগে জানানো হয়, গত ১২ই ডিসেম্বর আনুমানিক রাত ১টার দিকে হেতেম খাঁ সবজিপাড়া রানার দোকানের সামনের ধানের শীষে ফেস্টুন ধারালো কোনকিছু দিয়ে কেটে ফেলা হয়েছে এবং মরহুম আওয়ামীলীগ নেতা ভুলু সাহেবের বাড়ির সামনে ধানের শীষ প্রতীকের ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের প্রাচীরের সামনের ব্যানারসমূহ কেটে ফেলা হয়েছে। নগরীর
বন্ধগেট এলাকা থেকে রাজিব চত্ত্বর (মেডিকেল পাশ্ববর্তী কলাবাগান রোড) এলাকা পর্যন্ত ধানের শীষের ব্যানার, ফেস্টুন, খুলে নিয়ে গেছে নৌকা প্রতীকের সমর্থকরা। এদিকে, রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের ধানের শীষ প্রতীকের পোস্টার কেটে ফেলেছে নৌকার সমর্থকরা। পবার বড়গাছি ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের আনসারের মোড়ে নৌকা মার্কার সমর্থকরা সমস্ত ধানের শীষ প্রতীকেপোষ্টার, ব্যানার, ফেস্টুন ধারালো কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে। ১২ই ডিসেম্বর আনুমানিক রাত ৯.০০ ঘটিকায়
মোহনপুর থানার ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়ণপুর গ্রামের বিএনপির কার্যালয় আতর্কিত হামলা করে উক্ত কার্যালয়টি ভেঙ্গে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা। মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নে বিদিরপুরে ধানের শীষের পোষ্টার, ফেস্টুন ধারালো কিছু দিয়ে কেটে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা।
খবর ২৪ ঘণ্টা/এস