নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকে পোস্টার ও ব্যানার কেটে ফেলে নৌকার পোস্টার লাগিয়েছে নৌকার সমর্থকরা। বুধবার রাতে নৌকার সমর্থকরা এ ঘটনা ঘটায়। ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. ওয়ালীউল হক রানা রাজশাহী রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে এ লিখিত অভিযোগ করেন। নগর বিএনপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযোগে জানানো হয়, গতকাল বুধবার
রাতে রাজশাহী মহানগরীর সাগরপাড়া থেকে রাণীবাজার রোডের বিভিন্ন পয়েন্টে ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলেছে নৌকা প্রতীকের সর্মথকরা এবং ধানের শীষ প্রতীকের ফেস্টুনের জায়গায় নৌকা প্রতীকের ব্যানার, ফেস্টুন লাগিয়েছে তারা। ২৪ নং ওয়ার্ডে কেদুরমোড় জোহার দোকানের সামনের বিদ্যুতের পোলে ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও পোষ্টারের উপর নৌকা প্রার্থীর ব্যানার, পোষ্টার, ফেস্টুন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যা সংসদীয় নির্বাচন আচরণবিধি ৭ (২) ধারা সরাসরি লঙ্ঘন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে