নিজস্ব প্রতিবেদক :
নগরীতে ২১৯ বোতল দেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর বোয়ালিয়া থানাধীন কয়েরদাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, নগরীর চন্দ্রিমা থানার মুসরইল বাচ্চুর মোড় এলাকার জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম @ বাবু (৩৬) ও নওগাঁ জেলার বদলগাছি থানার কাদিমপুর গ্রামের মৃত রমনিকান্তের ছেলে শ্রী দিপ্তিময় বিশ্বাস
(৫৮)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কয়েরদাঁড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবু ও দিপ্তিময় বিশ্বাসকে ২১৯ বোতল দেশীমদসহ আটক করে। আসামীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে