নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকার আসলাম আলীর ছেলে আব্দুর রহমান (১৯) ও ভাটাপাড়া এলাকার স্বপন আলীর ছেলে জিহাদ হাসান (২০)। তাদের কাছ থেকে ১ একটি চাকু, একটি মোটরসাইকেল, ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা নগরীর শাহমখদুম থানাধীন সিটি হাট এর কাছে মেইন রাস্তায় ছিনতাইয়ের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থান করছিল।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন সিটিহাট সাকিনস্থ সিটিহাট গোলচত্বর হইতে ৩০০ গজ দক্ষিণে সিটিহাট টু তেরখাদিয়াগামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে ২ জন ছিনতাইকারী জিহাদ হাসান ও (২০), আঃ রহমানকে আটক করে। ছিনতাইকারীরা রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন সিটিহাট সাকিনস্থ সিটিহাট গোলচত্বর হইতে ৩০০ গজ দক্ষিণে সিটিহাট টু তেরখাদিয়াগামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে ছিনতাই এর উদ্দেশ্যে মোটর সাইকেলসহ স্বশস্ত্র অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমকে