নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর সপুরা ছয়ঘাটি মোড় এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের অস্ত্রের আঘাতে ডলার হোসেন (২৪) নামের একজন এসএ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে। ডলার হোসেন গ্রামীন ফোন অথরাইস কসমিকা ডিস্টিবিউশনের সেলস এক্সিকিউটিভ। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের সূত্রে জানা গেছে, ডলার হোসেন সপুরা ছয়ঘাটি মোড় এরাকার ডিজিটাল নেটওয়ার্ক দোকানের প্রোপাইটার বিপ্লবের কাছে ফ্লেক্সি লোডের ৪হাজার টাকা পেতেন। গতকাল তিনি তা নিতে গেলে তার সঙ্গে বিপ্লবের বাকবিতন্ডা হয়। এসময় বিপ্লব প্রথমে তাকে হাত দিয়ে মারধর করে। পরে দোকানের ভিতর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে তাকে কোপায়। এসময় ডলার
হোসেন জ্ঞান হারিয়ে ফেল এবং রাস্তায় পড়ে থাকে। এসময় তার কাছে থাকা ১লাখ ৪৫হাজার টাকা বিপ্লব কেড়ে নেয়। ডলারকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী কসমিকা ডিস্টিবিউশনের লোকদের খবর দিলে তারা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। এ ব্যাপারে ডলার নিজে বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
খবর২৪ঘণ্টা/এমকে