সংবাদ বিজ্ঞপ্তি :
দৃষ্টি সাহিত্য সংসদের আলোচনা ও ইফতার মাহফিল সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে। দৃষ্টি সাহিত্য সংসদের উপদেষ্টা কবি মুকুল কেশরীর সভাপতিত্বে ও দৃষ্টি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক রেবেকা আসাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল ফাত্তাহ শেখ। উপস্থিত ছিলেন কবি জী এম হারুন, ওয়ালী উল
ইসলাম, সোহেল মাহবুব, রোজালিনা সামআ, ফেরদৌস নেক পারভীন, শিরীন সুফিয়া খানম, জাকিয়া ফেরদৌস, কামরুন নেছা লেখা, আমিন মোহাম্মদ, সিরাজুম মুনির জয়, মোস্তফা ফেরদৌস, মুনওয়ারা সুলতানা ডেইজী, মাহমুদা সুলতানা পাপড়ী, মাহরুফা আকতার উর্মি, সোহেল রানা জীবন, মেহবুব ইসলাম রহমত, মাহফুজা খানম পুতুল, নিলুফার বেগম, উষা রানী সরকার প্রমুখ।
আর/এস