নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি ২০০ গ্রাম হেরোইনসহ মা-মেয়ে ও অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। র্যাবের হাতে আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের উজ্জলের স্ত্রী জান্নাতুন নেসা (৪০) ও তার উজ্জলের মেয়ে মরিয়ম খাতুন (১৬) ও একই গ্রামের মানসুর রহমানের ছেলে গাড়ী চালক আল আমিন (২৪)। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জাহানাবাদ গ্রামের উজ্জলের বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ উজ্জলের স্ত্রী জান্নাতুন নেসা ও তার মেয়ে মরিয়ম এবং গাড়ীচালক আল আমিনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১ টি ডিজিটাল ওজন মাপক যন্ত্র, ২ টি মোবাইল, ৩ টি সীমকার্ড ও ১ টি মেমোরীকার্ড উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে র্যাব-৫ এর উপ-অধিনায়ক সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম বলেন, গোদাগাড়ীর একটি বাড়িতে অভিযান চালিয়ে মা-মেয়ে ও তাদের গাড়ী চালকসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। মেয়েটিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সেও মাদকের ব্যাপারে জানতো। আদালতে প্রেরণের পরে ওই মেয়ের মামলার কার্যক্রম আলাদাভাবে চলবে।
খবর ২৪ ঘণ্টা/আরএস