নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টিটো ও তৌহিদুল হক সুমনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে ১৯ নং ওয়ার্ডে কলোনী বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টিটো ও সুমনের পক্ষের সমর্থকরা নিজ নিজ পক্ষের মিছিল নিয়ে যাচ্ছিলো।
পথে বউ বাজার এলাকায় মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা হয়। এতে দুই পক্ষের সমর্থকরা ধাক্কাধাক্কি শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চন্দ্রিমা থানার ওসির নের্তৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবির বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কোন সমস্যা নেই।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।