নিজস্ব প্রতিবেদক :
তীব্র গরম ও তাপদাহে পর রাজশাহী মহানগরীতে স্বস্তির বৃষ্টি ও হালকা বাতাস হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টা থেকে নগরীতে বৃষ্টি হতে শুরু করে। হালকা বাতাস হলেও ঝড় ও বজ্রপাত হয়নি। জানা গেছে, গত বৃষ্টির পর থেকে আবার রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় সূর্যের খরতাপ পড়তে শুরু করে। খরতাপে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে যায়। গত দুই দিন রোদের তাপমাত্রা আরো বেশি বেড়ে যায়। গত শনিবার রাতে দুই একফোটা বৃষ্টি হওয়া শুরু হলেও অবশেষে বৃষ্টি হয়নি। এ জন্য আবহাওয়া আরো গরম হয়ে যায়। সোমবার বিকেল পৌনে ৩টার দিক থেকে
রাজশাহীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পর আরো ঘন কালো মেঘ জমতে শুরু করে আকাশে। বিকেল সোয়া ৪টার দিক থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে হালকা বাতাসও বয়ে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় পথচারীরা ভিজে যায়। অনেকে আবার রাস্তার পাশের দোকানে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী মহানগরীতে বৃষ্টিপাত অব্যাহত ছিলো।
আর/এস