নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম” এর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, রাজশাহীর বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিকের ছেলে আবু দাউদ (৩৮), মাহেন্দ্রপাড়া গ্রামের হেমায়েতের ছেলে মুনসুর রহমান @ মুনসুর খলিফা (৩৮) ও ভড়ুয়াপাড়া গ্রামের জবেদের ছেলে সাইদুর রহমান (৩৫)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম” এর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর