নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় ট্রেনে কাটা পড়ে নার্গিস (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আন্তঃনগর কমিউটার ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।নিহত ওই নারী নগরীর রাজপাড়া থানাধীন বাকির মোড় এলাকার সদর আলীর স্ত্রী। জানা গেছে,
বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ডিগাডোবা মোড় সংলগ্ন রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন নার্গিস নামের ওই নারী। এ সময় ওই রেল লাইন দিয়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জিআরপি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আইনি প্রকিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তানর করা হবে। রাজশাহী জিআরপি থানার ওসি বলেন, দুর্ঘটনায় নিহত নারীর ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।