নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানা ট্রাক থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, রাজশাহীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মোনারুলের ছেলে রাজু আহম্মেদ @ রনি (২৪) ও ট্রাক চালক একই থানার মোতাহার আলীর ছেলে শিবলু রহমান (২৫)।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলপুকুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাককে ধাওয়া করে বেলপুকুর থানাধীন বেলপুকুর রেলগেট সংলগ্ন মসজিদের সামনে তল্লাশী করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ও চালকসহ দুই জনকে আটক করে। আটককৃত ট্রাকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর