নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আশা খাতুন ১৬ নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে ও ৭ম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে আশা খাতুন বাড়িতে একাই ছিল। বেলা সাড়ে ১১টার দিকে তার মা সাগরী বেগম বাড়ি ফিরে ঘরের ভেতর তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থালে গিয়ে দরজা ভেঙে লাশ নিচে নামিয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গত চার মাস আগে আশার মা সাগরী বেগম আশাকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের বয়স না হওয়ায় মায়ের কাছেই থাকতো সে।
এ বিষয়ে কাশিয়াঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে