বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উদযাপন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে শুর হয়েছে বালক বালিকাদের ১০দিন ব্যাপী জুডো প্রশিক্ষন শিবির। এই প্রশিক্ষন শিবিরে ১৬ প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছে। তাদের প্রশিক্ষন দিচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক এ কে এম আজাদ। তাকে সহযোগিতা করছেন স্থানীয় জুডো প্রশিক্ষক রিপন। আজ বুধাবর বিকেলে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল। নব-গঠিত জুডো কমিটির আহবায়ক খন্দকার হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী। এছাড়াও ডিসি
অফিসের সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, জুডো কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
এস/আর