1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সারাদেশে পুর্ব ঘোষিত মিছিল ও সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাজশাহী মহানগরীর সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি লক্ষীপুর মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা আমীর-সেক্রেটারী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল থেকে ফেরার পথে পুলিশ নেতাকর্মীদের গ্রেফতারের চেস্টা করলে রাজশাহী মেডিকেল কলেজের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এমাজ উদ্দিন মন্ডল বলেন, সভা সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃতি অধিকার। অথচ সরকার জামায়াতকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে না দিয়ে বারবার সাংবিধানিক অধিকার হরণ করছে। বিগত ১৫ বছর যাবত জামায়াতকে নির্মূল করার জন্য সরকার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। আমরা বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। তারপরেও পুলিশ প্রশাসন সমাবেশে সহযোগিতার পরিবর্তে সংঘাতমুখর পরিবেশের অবতারনা করেছে। এ ধরনের আচরণ অগনতান্ত্রিক, অন্যায় ও অনৈতিক। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য কেয়ারটেকার সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। কিন্তু সরকার জনগণের দাবি অগ্রাহ্য করে একতরফা নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুলত সরকার দলন, পীড়ণ, গ্রেফতার, জুলুম, নির্যাতন চালিয়ে আবারো নির্বাচনের নামে প্রহসন করে যেনতেনভাবে ক্ষমতায় আসতে চায়।

 দেশের জনগন সরকারের এই ষড়যন্ত্র মেনে নিবে না। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই অবিলম্বে পদত্যাগ করুন এবং সংসদ ভেঙ্গে দিয়ে তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। একইসাথে তিনি গতকাল রাতে মহানগরী জুড়ে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনী কোন দল বিশেষ নয় বরং দেশের জনগনের পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST