1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে জমজমাট নির্বাচনী প্রচারণা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

রাজশাহীতে জমজমাট নির্বাচনী প্রচারণা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

রাজশাহীতে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। এ জেলায় মোট ৬টি আসনের প্রার্থীরা দিন-রাত এক করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্যানার ফেস্টুনের পাশাপাশি চলছে মাইকিং ও ভোটারদের দ্বারেদ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর দিন ব্যাপী গোদাগাড়ী হাইহাই ও কাকনহটে বর্ধিত সভা, পথ সভা ও জনসংযোগ করছেন। আর দুপুর আড়াইটা থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে প্রচারণায় রয়েছেন মাহিয়া মাহি। তিনি আজ তার নির্বাচনী এলাকার পাঁচন্দ ইউনিয়নে প্রচারনা চালাচ্ছেন।

এদিকে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে আগামী দিনে দৃশ্যমান শিক্ষানগরী থেকে স্মার্ট নগরী গড়তে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী-২ আসনে ১৪ দল মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা।

গত বুধবার বিকেলে নগরীর কোর্ট অঞ্চলের হড়গ্রাম বাজার থেকে শুরু করে কোর্ট স্টেশন পর্যন্ত গণসংযোগকালে জনসাধারণের প্রতি তিনি এই আহ্বান জানান। তিনি বিকেল সাড়ে ৩ টায় নগরীর বিনোদপুর বাজার থেকে তার প্রচারণা শুরু করবেন।

রাজশাহী-৩ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ দুপুর ১২ টায় রাজশাহীর বায়া হাটেগণসংযোগ করেন। এরপর তিনি রাত পর্যন্ত মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নে জনসংযোগ করবেন ।

রাজশাহী-৪ বাগমারা আসনের নৌকার মাঝি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সংসদ সদস্য পদপ্রার্থীর সহধর্মিনী সাবেক মেয়র খন্দকার শায়লা পারভীন সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্ট নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ভোট প্রার্থনা করছেন।

এদিকে, গতকাল রাজশাহীর বাগমারায় কাঁচি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। সেই সঙ্গে পথসভা অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলার আউচপাড়া, শুভডাঙ্গা, বাসু পাড়া এবং ভবানীগঞ্জ পৌরসভায় কাঁচি প্রতীকের নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। আজ তিনি বিকেলে হামিরকুৎসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে কাঁচি প্রতীকে ভোট চেয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

অপরদিকে, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে গণসংযোগ করেন।
এছাড়াও সতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল প্রতীক নিয়ে চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারনা। পাশাপাশি অন্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছে প্রচারনা।

রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকা (বাঘা-চারঘাট) আসনে নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ চালিয়ে। আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছে সাবেক এমপি রায়হানুল হক। তিনি লড়ছেন কাঁচি প্রতিক নিয়ে।

এই আসনে ন্যাশনাল পিপল্স পার্টির মহসিন আলী আম, বিএনএমের আব্দুস সামাদ নোঙর ও জাসদের জুলফিকার মান্নান জামী মশাল প্রতীক লড়ছেন ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST