নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নারী, শিশু ও জঙ্গি এবং মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে আইডিয়াল ডিগ্রী কলেজ মিলনায়তনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার ক্রাইম ডিভিশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় নারী ও শিশু নির্যাতন, জঙ্গীবাদ-মাদক এবং গুজব বিরোধী ও কমিউনিটি পুলিশিং সংক্রান্তে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা হয়। আলোচনা সভায় মতিহলা জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন এডিসি
(মতিহার) হাতেম আলী(পুলিশ সুপার), আব্দুল মান্নান, উপাধ্যক্ষ, আইডিয়াল ডিগ্রী কলেজ, জনাব মোঃ বদিউজ্জামান বদি, ইউনিয়ন পরিষদের চেয়ারমান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মঞ্জুরুল ইসলাম, সভাপতি আইডিয়াল ডিগ্রী কলেজ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে বলেন সাম্প্রতিককালে স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত ছেলেমেয়েরা স্কুল টাইমে বাইরে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে, তবে মূল ভূমিকা রাখতে হবে অভিভাবক ও শিক্ষকদের। নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ সংক্রান্ত কোন তথ্য জানতে পারলে তাৎক্ষণিক সে
তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান ও জঙ্গী প্রতিরোধে ভাড়াটিয়ার তথ্য পুলিশকে দেয়ার বিষয়ে সচেতন হওয়া এবং ভাড়াটিয়া তথ্য ফরম যথাযথভাবে পূরণসহ সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার বিষয়ে সকলকে আহবান জানান এবং সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজব সংক্রান্তে সর্ব সাধারণকে সচেতন করতে এলাকার জনপ্রতিনিধি, সুধীসমাজ, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধিকে ঘরোয়া বৈঠকের আয়োজন, মসজিদের ইমামকে গুজব ও বিভ্রান্তি সৃষ্টি রোধকল্পে বক্তব্য প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্কুল ছুটির পরে নিরাপদে স্কুল থেকে অভিভাবকের কাছে তথা বাসায় ফেরা, ফেইসবুকে গুজব শেয়ার করে ভাইরাল না করার জন্য অনুরোধ করেন।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।