নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালিতে ছেলের উপর অভিমানে আয়েশা বেগম (৩৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। তিনি আরএমপির কাটাখালি থানার কিসমত কুখন্ডী এলাকার সমজানের স্ত্রী। ৭ মে রাত দেড়টা থেকে সেহেরির আগ পর্যন্ত কোনো এক সময়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ তথ্য নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যকারী নারীর অনিক নামের ৯ম শ্রেণীতে পড়–য়া একটি ছেলে রয়েছে। সে নগরীর তালাইমারী আদর্শ স্কুলের ছাত্র। কিছুদিন আগে একটি ডেক্স কেনার জন্য কোনো এক দোকানীকে টাকা বায়না করেছিল। কিন্ত সে টাকাও উঠাতে পারেনি ও ডেস্ক কিনতে পারেনি। এ ঘটনাসহ বিভিন্ন
ঘটনা নিয়ে ছেলের উপর অতিষ্ঠ ছিল গৃহবধূ আয়েশা। এরপর গতকাল সোমবার রাতে আয়েশা তার স্বজনদের ফোনে জানায়, ছেলের জ¦ালায় তাকে আত্মহত্যা করতে হবে। কিন্ত স্বজনরা এটি রাগের কথা মনে করে। গতকাল সোমবার রাত দেড়টা পর্যন্ত স্বামীর রুমে শুয়ে ছিলেন। এরপর স্বামীসহ পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে ওই নারী অন্য রুমে এসে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বামী সেহেরির জন্য উঠলে তাকে না পেয়ে পাশের রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস