নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে আহত শ্রমিক আজিজুরের মৃত্যু হয়েছে। ওই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাট বাকইল গ্রামের কৃষক এন্তাজুরের ছেলে। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির একটি নির্মানধীন ভবন থেকে পড়ে আহত হন। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে