নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ছাত্রদল ও যুবদলের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে পুলিশ তাদের আটক করে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান@সৌরভ (৩০), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ@রাহী (৩০) এবং রাজপাড়া থানা পুলিশ মাসুম (৩০), সম্রাট(২৪) নামের আরো দুই যুবদল কর্মীকে আটক করে।
নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর২৪ ঘণ্টা/এমকে