নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স হামীম এগ্রো ফুড ইন্ডাঃ কমপ্লেক্স এর চালের বস্তার মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ওজন ও মূল্য লেখা না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী বিএসটিআই’র পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় একটি সার্ভিল্যান্স টীমের অভিযানের মাধ্যমে মেসার্স চৌধুরী এগ্রো ফুড ইন্ডাঃ কমপ্লেক্স এর ২৫ কেজি চালের বস্তায়
৩৫০ গ্রাম কম প্রদান, মেসার্স রিজেন্ট এ্যালুমিনিয়াম ফ্যাক্টরী এর ওজন যন্ত্রের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায়, মেসার্স হামীম এগ্রো ফুড ইন্ডাঃ কমপ্লেক্স এর চাউলের বস্তার মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ওজন ও মূল্য লেখা না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর আওতায় নিয়মিত ৩টি মামলা দায়ের করা হয়। বিএসটিআই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এস/আর