নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে নগর গোয়েন্দা ডিবি পুলিশ। ডিবি পুলিশের হাতে আটক চোরেরা হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া লিলি হলের মোড় এলাকার সাকের আলীর ইসমাইল হোসেন রিপন (৩২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককির্তী কৃষ্ণপুর গ্রামের মনিরুল ইসলাম মালুর ছেলে নাদিম আলী ওরফে সোহেল রানা (২২)। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, গত ১৬ ফেব্রুয়ারী নগর গোয়েন্দা পুলিশের একটি দল কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থানকালে জানতে
পারে যে, কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া লিলি হলের মোড় এলাকার মোটরসাইকেল চোর দলের সদস্য ইসমাইল, বিভিন্ন জেলা থেকে চোরাই মোটরসাইকেল কম দামে কিনে নিয়ে এসে নিজ বাড়িতে বিক্রি করছে। বিষয়টি জানতে পেরে ওই দলটি সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফজলুল করিমের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া লিলি হলের মোড় এলাকার মোটরসাইকেল চোর দলের সদস্য ইসমাইল বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর ইসমাইলসহ অপর একজন মোটরসাইকেল চোরকে আটক করে। তাদের কাছ থেকে একটি পুরাতন লাল-কালো রংয়ের একটি ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত চুরির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খবর ২৪ ঘণ্টা/আর