নিজস্ব প্রতিবেদক : আজ রাজশাহীতে চিকিৎসক নার্সসহ আরো ৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে ২০ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ৬৩ জনের করো না শনাক্ত
হয়। আক্রান্তদের মধ্যে চিকিৎসক-নার্স সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ ১৮৪ টি নমুনা পরীক্ষা করে ৬৩ করোনা পজিটিভ হয়। সবাই রাজশাহীর বাসিন্দা। এছাড়া রামেকের ল্যাবে আরো ২০ জন পজিটিভ হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ রামেক হাসপাতালে ১৮৪ টি নমুনা পরীক্ষায় ৬৩ জন করোনা পজিটিভ হয়েছে।
এমকে