রাজশাহী মহানগরীতে ভুয়া এমএলএম কোম্পানীর নামে প্রতারণার অভিযোগে ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বন্দীদশা থেকে ৩৭ জন যুবক-যুবতীকে উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ৩টি বাড়িতে অভিযান চালিয়ে প্রতারকদের আটক ও প্রতারিত হওয়া যুবক-যুবতীকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার পুঠিয়া থানার মেছপাড়া জিউপাড়া গ্রামের মৃত আঃ মান্নান মন্ডলের ছেলে মোহাইমিনুল হক মিনু (২৪) ও তার স্ত্রী শিলা বেগম (২০), নাটোর জেলার সদর থানার জালালাবাদ গ্রামের আসলাম আলীর ছেলে শিমুর হোসেন (১৯) এবং রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার যষ্ঠিতলা গ্রামের রঞ্জন দাসের ছেলে রাকেশ দাস (৩০)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, ভূক্তভুগী সজীব (ছ্দ্মনাম) জানান, রাজশাহী মহানগরীতে বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সী (এমএলএম) কোম্পানী চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের কাছ থেকে সিভি বাবদ ৫৬০ টাকা এবং কোম্পানীতে যোগদান বাবদ এককালীন ৩৬ হাজার টাকা গ্রহণ করে। যার মধ্যে থাকা-খাওয়ার জন্য ১৮ হাজার ও পণ্য সামগ্রী বাবদ ১৮ হাজার টাকা। কিন্তু সরেজমিনে দেখা যায় যে, কোম্পানী প্রতি জনের জন্য ব্যয় করে ১৩ হাজার ৫০০ টাকা। যার মধ্যে ৮ হাজার টাকা মূল্যের এলইডি মনিটর এবং ৫ হাজার ৫০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন সেট। কোম্পানী প্রতি জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়। বেকার যুবক-যুবতীরা নতুন কর্মী সংগ্রহ করে থাকে আর এইভাবেই বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সী বিপুল অর্থ আত্মসাত করছে। আরো জানা যায়, কোম্পানীর কিছু সদস্য বোয়ালিয়া মডেল থানার দক্ষিণ দড়িখড়বোনা এলাকায় চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের বেকারত্বের অসহায়ত্বকে কাজে লাগিয়ে চাকুরি বা কাজ দেয়ার নামে কৌশলে প্রতারণামূলকভাবে ভয়ভীতি দেখিয়ে আটক করে রেখেছে।
বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সীর প্রতারনার ও ভিকটিমদের জোড়পূর্বক আটক রাখার ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার দক্ষিণ দড়িখড়বোনা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে এবং তিনটি বাড়ী তল্লাশী করে ৩৭ জন চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ১ টি জিএসটি মনিটর উদ্ধার করা হয় এবং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এস/আর