নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তানিয়া নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধু নগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার রিপনের স্ত্রী। রোববার সকালে মতিহার থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, রোববার সকালে পরিবারের লোকজন গৃহবধূর তানিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর প্রকৃত তথ্য জানা যাবে। নিহত গৃহবধূ তানিয়ার পরিবারের দাবি, তানিয়াকে তার স্বামী হত্যা করে ঝুলিয়ে দিয়েছে। যাতে এটি আত্মহত্যা মনে হয়। তাই তারা দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানায়।
নগরীর মতিহার থানার ওসি তদন্ত মাহবুব বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। রিপোর্ট পেলে প্রকৃত তথ্য জানা যাবে।
তবে কেন সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
খবর২৪ঘণ্টা/এমকে