নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে এক গৃহবধূকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহর এলাকা থেকে ওই গৃহবধূ অপহরণ হয়। অপহরণের শিকার ওই নারীর বাড়ি নগরীর হেতেমখা এলাকায়। উপশহর নিউমার্কেট এলাকার একটি কোচিং সেন্টারের শিক্ষিকা। গত মঙ্গলবার নগরের শালবাগান এলাকায় তার বিয়ে হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে তার স্ত্রী কোচিং স্টোরে যায়। রাত ৮টার দিকে কোচিং স্টোর থেকে বের হওয়ার পর সে অপহৃত হয়।
রাত সাড়ে ৭টার দিকে মোবাইল ফোন বন্ধ পেয়ে এসএমএস পাঠানো হয়। রাত ৯ টার দিকে তার স্ত্রী ফোন করে জানায় শাখাওয়াত হোসেন শিশির একটি মাক্রোবাসে করে তাকে জোর করে উঠিয়ে নিয়ে গেছে। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ রয়েছে।
শিশির ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্র। তার বাবার নাম সাইদুর রহমান। তাদের বাড়ি নগরের শালবাগানে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।