রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার গোপালপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রুহুল আমিন ওরফে রুয়েল ও গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া গ্রামের শরিফুলের ছেলে সুজন (২০)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুয়েলকে আটক
করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, অপর এক অভিযানে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী এলাকা থেকে ৮ বোতল ফেন্সিডিল, ১টি ডেগার,ও ১৫ হাজার ২০০ টাকাসহ মাদক ব্যবসায়ী সুজনকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর