নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালিতে গলায় ফাঁস দিয়ে মৌসুমি খাতুন (২৪) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ওই কলেজ ছাত্রী রাজশাহীর কাটাখালী থানাধীন কুখন্ডী সোনারপাড়া এলাকায় মৃত আক্কাস আলী ছোট মেয়ে ও রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। শনিবার বেলা ১১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জানা গেছে, শনিবার সকালে কলেজ ছাত্রী মৌসুমির পিয়ারজান মা মরিচ তোলার জন্য সকালে বাড়ি থেকে বেরিয়ে
যান। তার বড় মেয়ে তরকারি গরম করার জন্য ছোট বোন মৌসুমিকে ডাকে। অনেক ডাকাডাকির পরেও কোন সাড়া শব্দ না পেয়ে দরজার সামরে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। তার বড় মেয়ে দরজা ধাক্কা ধাক্কি করলে এক পর্যায়ে খুলে যায়। পরে দেখে মৌসুমী ঘরের তীর এর সাথে ওরনা পেঁচিয়ে ঝুলে আছে। বেশ কিছু দিন থেকে দাঁতের অসুখ ছিল। পরে কাটাখালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাটাখালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে থানা থেকে ময়নাতদন্তের জন্য রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান বলেন, কলেজ ছাত্রী মৌসুমি কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্ত করা হয়েছে। তার দাঁতের অসুখ ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর