নিজস্ব প্রতিবেদক রাজশাহীতে আম্বিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে পবা উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তিনি দামকুড়া থানার গোবিন্দপুর এলাকার রেজাউল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের মা ছিলেন। রাজশাহী
মেট্রোপলিটন পুলিশের পবা থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা জানান, রোববার রাতে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে নামিয়ে মেঝেতে রাখে। আজ সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি আরো জানান।
এমকে