নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিবসটি পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।জানা গেছে, রাজশাহীতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আইডিইবি রাজশাহী
জেলা শাখার উদ্যোগে নগরীর হড়গ্রাম পূর্বপাড়া (বাইপাস) মোড় থেকে বিশাল র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ। এরপর মেয়র লিটনের অংশগ্রহণে র্যালিটি ডিঙ্গাডোবা মোড় হয়ে লক্ষীপুর মোড়ে এসে শেষ হয়। র্যালিতে আইডিইবির রাজশাহী জেলা শাখার সভাপতি কবির উদ্দিনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে লক্ষীপুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মেয়র লিটন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।