রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১ টি বড় ছুরি, ২ টি চাকু, ৩ টি হাসুয়া ও ৭ টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, সাগর (১৯), রুবেল হোসেন (২২), শ্রী দিপু ঘোষ (১৯), উদ্দিন (২৪), মাসুদ রানা, জুয়েল (১৯) ও বকুল হোসেন (২১)। আটককৃতরা সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর গ্রামস্থ আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাঁকা মাঠের পশ্চিমাংশে অবস্থিত বারান্দা সংলগ্ন পূর্ব দুয়ারী বিল্ডিং ঘরের ৯ম(ক) শ্রেণীর ফাঁকা কক্ষের ভিতরে কিছু ব্যক্তি মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর র্যাবের ওই দলটি ঘটনাস্থল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর গ্রামস্থ আ.ফ.জি পাইলট বালিকা
উচ্চ বিদ্যালয়ের ফাঁকা মাঠের পশ্চিমাংশে অবস্থিত বারান্দা সংলগ্ন পূর্ব দুয়ারী বিল্ডিং ঘরের ৯ম(ক) শ্রেণীর ফাঁকা কক্ষের সামনে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের ভিতর হতে ফাঁকা মাঠের পূর্ব দিকে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি পালিয়ে যায় এবং উল্লিখিত রুমের ভিতর হইতে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই ৭ জন ব্যক্তিকে আটক করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে।
এস/আর