নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে মহানগরীতে মাইক্রোবাসের ধাক্কায় ফারুক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত ফারুক নবাবগঞ্জ জেলার নাচোল থানার ডিমকইল এলাকার বাসিন্দা। তিনি নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুরে শ্বশুরবাড়ির এলাকায় ভাড়া থাকতেন। বুধবার রাত ১০টার দিকে দোসরমন্ডলের মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে ফারুক নামের এক মোটরসাইকেল আরোহী নগরীর দোসর মন্ডলের মোড় দিয়ে বালিয়াপুকুর যাচ্ছিল। পথে দোসরমন্ডলের মোড় এলাকায় পৌছালে বাস টারমিনালের রাস্তা দিয়ে আসা একটি মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মরগে নিয়ে যায়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ঘটনা শুনেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে