নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহাগরীতে প্রকাশ্যে মামুন আলী (২২) নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় বখাটের দ্বারা ছুরিকাঘাতে আহত হয়ে পড়লে তাকে তাৎক্ষনিক উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত কলেজ ছাত্র পাবনা জেলার সাথিয়া থানার আফরা গ্রামের ইউসুফের ছেলে। রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর শিরোইল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বখাটে
কোনো এক বিষয় নিয়ে প্রকাশ্যেই কলেজ ছাত্র মামুন আলীকে থাই ও বুকে ছুরিকাঘাত করে। এরপর ওই বখাটে সবার সামনে ছুরিকাঘাতের কথা স্বীকার বলে ছুরিকাঘাত করেছি। যা পারবে করে নিবে। পরে তার মেসের বন্ধুরা বিষয়টি জানতে পারলে তাকে তাৎক্ষনিক উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিক বলেন, ছুরিকাঘাতে আহত হয়ে মামুন ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে। কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি। নগরীর বোয়ালিয়া
মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ বলেন, স্থানীয় এক ছেলে কর্তৃক এক ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে বলে শুনেছি। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানিনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর