নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে অতিরিক্ত মদ খেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ফার্মেসীর কর্মচারীকে আটক করার পর প্রতিবাদে সকল ফার্মেসী বন্ধ করে দেয় মালিকরা। এরপর রাবি ছাত্রের মৃত্যুর সাথে ফার্মেসীর কর্মচারীল সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়ার পর সকল ফার্মেসী খুলতে শুরু করেছে। ফার্মেসী খুলে দেওয়ায় ওষুধের কেনাবেচা স্বাভাবিক হয়ে যায়। এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান
উল্লাহ বলেন, রাবির দুই ছাত্রের লাশের পাশ থেকে মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছিলো। ফার্মেসীর কর্মচারীর সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার রাতে অতিরিক্ত মদ পানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। নগরীর সাহেব বাজারের একটি ফার্মেসী থেকে তারা কিনেছিল এমন অভিযোগে প্রথমে সেই দোকানের কর্মচারীকে আটক করা হয়। এরপরই সকল ফার্মেসী বন্ধ করে দেয় মালিকরা। পুলিশ তাকে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খবর ২৪ ঘণ্টা/আর