নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁর তেবাড়িয়া গ্রামের মোস্তাফিজুর রহমান মারা যান। গতকাল সোমবার তার নমুনা
সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রাতে তাঁর করোনা পজিটিভ আসে। দুপুর পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। সকালে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের রজিদুল নামের অপর একজনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে রাজশাহীর মোহনপুর উপজেলার লুৎফর রহমান নামের অপর একজন মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়। এ নিয়ে আজ রাজশাহীতে তিনজনের মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান করুণা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে। এছাড়াও মিশন হাসপাতাল এ কারণে উপসর্গ নিয়ে অপর আরেক জনের মৃত্যু হয়েছে। লুৎফর রহমান নামের আরও একজনের মৃত্যু হয়।
এমকে