নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে এ্যাহেড ফাউন্ডেশনের উদ্যোগে সমাজ গঠনে “মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি হোটেলের সভাকক্ষে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ্যাহেড ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের এ্যাড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. মো. ইয়াহিয়া ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি ড. মো. বেলাল হোসেন। আলোচনা সভায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য ও ভূমিকা বিষয়ে গুরুত্বপূণ আলোচনা হয়। ইফতার মাহফিলে এ্যাহেড ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে