নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশুর আইনি সহায়তা নিয়ে কাজ করা সংগঠন নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানাকে মোবাইল ফোনে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার বিকেলে তিনি বোয়ালিয়া মডেল থানায় এ সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি নগরীর সাহেব বাজারে অবস্থান করছিলেন। এ সময় তার ব্যবহৃত নম্বরে ০১৭৮০৮৯৪৭৪৭ নম্বর থেকে নিজেকে সবুজ পরিচয় দিয়ে কল দেয়। কল রিসিভ করার
পরে কলদাতা সবুজ পরিচয়দানকারী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। তার কাছ থেকে কারণ জানতে চাইলে আরো ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনার পর তিনি নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা বলেন, আমি কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। আমি নিরাপত্তাহীনতার কারণে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এমকে