নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজশাহীর শহীদ মিনার গুলোতে ঢল নামে সাধারণ মানুষসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের।
রাত ১২টা ১মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি করপোরেশনে মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করেন।
একই সময় নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী সাংবাদিক সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধা কমান্ড।
এদিকে সকালে মানুষের ঢল নামে রাজশাহী কলেজ শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় বের করা হয় প্রভাত ফেরি।
খবর ২৪ঘণ্টা/ জেএন