নিজস্ব প্রতিবেদক :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে রাজশাহী মহানগর সহ আশেপাশের উপজেলায় খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্যাপিত হয়েছে। বড়দিন উদযাপন উপলক্ষে গীর্জা আলোকসজ্জা করা হয়, বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরী ও পিঠা তৈরী।
রাজশাহী চার্চে বড়দিনের বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়।
এদিকে, খ্রীস্টানদের বড় দিন উপলক্ষে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো।
খবর২৪ঘণ্টা/এমকে