নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। রবিবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ার বেলপুকুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার মনজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও আনোয়ারের স্ত্রী মাহমুদা আক্তার মিম (১৯)। তাদের কাছ থেকে এক হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম জানান, আটক দম্পতি চট্টগ্রাম থেকে রাজশাহীগামী একটি বাসে চড়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের লাগেজে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে লাগেজের হাতলের ভেতর থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুঠিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ