ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ২০১৭-২ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী

admin
নভেম্বর ২৬, ২০১৭ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইনফ্যানন্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ২০১৭-২ ব্যাচ রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহী সেনানিবাসে এ সমাপনি অনুষ্ঠিত হয়।

সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠানে ল্যাফটেন্যন্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি,জিওসি, আর্মি ট্রোনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডার উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন।

এবার সব বিষয়ে রিক্রুট হিসেবে বিবেচিত হন, রিক্রুট সবাব মিয়া, দ্বিতীয় হন ফুল বাবু মিঞা।
কামন্ড্যান্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার ও অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তাগণ তাদের অভ্যার্থনা জানান।

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।