নিজস্ব প্রতিবেদক :
আষাঢ়ের প্রথম রাজশাহী মহানগরীতে ঝমঝমে বৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকেল পৌনে ৭টা থেকে এ বৃষ্টি শুরু হয়। বেশ কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার আষাঢ়ের প্রথম ঝমঝমে ভারি বৃষ্টি হয়। বৃষ্টিতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতকারী পথচারীরা কিছুটা ভোগান্তির মধ্যে পড়েন। হঠাৎ ঝমঝমে বৃষ্টি শুরু হওয়ায় ভেজার হাত থেকে বাঁচতে পথচারী ও রিক্সার যাত্রীরা রাস্তার পাশের ভবনের নিচে আশ্রয় নেয়। বৃষ্টি চলে টানা এক ঘন্টা। জানা গেছে, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করে রাজশাহীর আকাশ ঘন কালো
মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই আকাশ আরো মেঘে ঢেকে যায় ও প্রচন্ড গরম পড়ে। চারিদিকে অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝমঝমে বৃষ্টি। মৌসুমের প্রথম ভারি বৃষ্টি হয়। বৃষ্টিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লার ড্রেন ও রাস্তায় জলাবদ্ধতা দেখা যায়। জলাবদ্ধার কারণে নগরবাসী ভোগান্তির মধ্যে পড়েন। রাজশাহী মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ভারি বৃষ্টি হয়। ভারি বৃষ্টি হওয়াতে মাঠে ধানি জমিতে পানি জড়ো হয়ে যায়। এতে আমন ধান রোপণের জন্য
কৃষকের ব্যাপক উপকার হয়েছে।রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যন্ত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো বৃষ্টি চলছে। রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টি অব্যাহত ছিলো।
এস/আর