নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ১ দিনে নতুন করে আরো ৮১ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৪১৭ জন। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৮১ জনের করোনা পজিটিভ হয়। এ নিয়ে রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে মোট ৩৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ২৫৭৬ জন, বাঘা উপজেলায় ৭২ জন, চারঘাট উপজেলায় ৯৩ জন, পুঠিয়া উপজেলায় ৭৬ জন, দুর্গাপুর
উপজেলায় ৫৮ জন, বাগমারা উপজেলায় ৬৮ জন, মোহনপুর উপজেলায় ৯৫ জন, তানোর উপজেলায় ৮৭ জন, পবা উপজেলায় ২১২ জন ও গোদাগাড়ী উপজেলায় ৮০ জন রয়েছে। এরমধ্যে ২৭ জন মারা গেছে ও ১৫১২ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। ১১০৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন ও ১৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। শনাক্ত ৩০৫৫ জনের মধ্যে নগর এলাকায় শনাক্ত ২৫০৫ জন ও জেলায় বাকিগুলো। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন আর কেউ হোম কোয়ারেন্টাইনে নেই। রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী ও বগুড়া জেলায় বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।